Ei Kache Ei Dure
Subhamita Banerjee
Ei Kache Ei Dure Lyrics by Subhamita Banerjee :
Ei Kache Ei Dure Song Is Sung by Subhamita Banerjee. Music Composed by And Song Lyrics In Bengali Written by Bhaswar Bhattacharya. MusicArrangements, Sarod and Keyboard Programming by Prattyush Banerjee. Song Recording, Mixing and Mastering by Goutam Basu.

Song: Ei Kache Ei Dure
Singer: Subhamita Banerjee
Lyrics & Composition: Bhaswar Bhattacharya
Script & Direction: Sourav Choubey ONS
DOP: Subhadeep Bag
Producer: Shankar Halder
Label: Suchitra Music
: "Ei Kache Ei Dure" Song Lyrics In Bengali :
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষন্নতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে।
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
রাত্রি জানে এই শহরের
কোথায় আলো আর কোথায় আঁধার,
তেমনি এ মন করে আয়োজন
কিছু হাসি কিছুটা কাঁদার।
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে,
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে..
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
এ মন জুড়ে কথাদের ভিড়ে
কোথায় কোনো গল্প থাকে,
যেমন পথ হারানো নদী
সাগর স্বপন জমায় বাঁকে।
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে,
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে..
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষন্নতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে,
এই কাছে এই দূরে
।। সুর ভুলে অন্য সুরে ।।
এই কাছে এই দূরে লিরিক্স - শুভমিতা ব্যানার্জী :
Ei kache ei dure
Sur bhule onno sure
Bishonnotar arale lukano
Sukher hodis e mon jure
Raatri jaane ei shohore
Kothay aalo aar kothay andhar
Temni e mon kore aayojon
Kichu hasi kichuta kandar
Sarajibon jwalay somoy
Sukher pradip dukher ghore
E mon jure kothader bhire
Kothay kono golpo thake
Jemon potha harano nodi
Sagor shopon jomay banke
Premer kache notojanu hridoy
Jibon jora ghrinar pore.
For the Latest songs lyrics of" Punjabi", "Hindi", "Bengali ", "Tamil & Telugu" and" English" stay connected with "LyricsSees".
Click Here - More Tik -Tok Trending Songs
Click here to like our Facebook Page
For the Latest songs lyrics of" Punjabi", "Hindi", "Bengali ", "Tamil & Telugu" and" English" stay connected with "LyricsSees".
Click Here - More Tik -Tok Trending Songs
Share With Your Friends'.
0 Comments
Please Do Not Any Spam Link In The Comment Box. Thank You For Comment.